ক্যাম্পাস সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি)
ক্যাম্পাস সহযোগী সদস্য নীতিমালা
পটভূমি ও উদ্দেশ্যঃ
জ্ঞানভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ এবং আলোকিত জাতি গঠনে নিবেদিত শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক বহুমুখী প্রতিষ্ঠান ‘ক্যাম্পাস সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি)’। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠান শিক্ষা ও শিক্ষাঙ্গনভিত্তিক নিয়মিত পত্রিকা ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস’ প্রকাশনা ছাড়াও দেশের শিক্ষা ও যুব উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
ছাত্র ও যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ এবং জাতি গঠনমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরিতে ‘ক্যাম্পাস সহযোগী সদস্য’ টিম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। মানবসেবা ও সমাজ কল্যাণমূলক কাজে আগ্রহী তারুণ্যদীপ্ত ও সংস্কৃতিমনা ছাত্র-ছাত্রী বা যুবক-যুবতী এ দলের সদস্য হয়ে একদিকে যেমন জ্ঞানভিত্তিক সমাজ ও আলোকিত জাতি গঠনে নিজকে নিবেদিত করতে পারেন, অন্যদিকে তেমনি নিজের দক্ষতা, পারদর্শিতা, উপস্থিত বুদ্ধির উৎকর্ষ ও বিকাশের পাশাপাশি নিজকে একজন স্মার্ট, কর্মঠ, আদর্শ ব্যক্তি ও জীবনযুদ্ধে যোগ্য যোদ্ধা হিসেবে গড়ে তুলতে পারেন। তাছাড়া উক্ত কর্মসূচির আওতায় পকেটমানি বা টিএ/ডিএ লাভের সুযোগও রয়েছে।
সদস্য হবার পূর্বশর্তঃ
ক্যাম্পাস’র ফ্রি কম্পিউটার ট্রেনিংয়ে সফল উত্তীর্ণরা ক্যাম্পাস সহযোগী সদস্য হতে পারবেন। এছাড়াও বিভিন্ন সময়ে ক্যাম্পাস পরিচালিত ‘শিক্ষানবিশ কর্মসূচী’তে অংশগ্রহণকারী দক্ষ কর্মীদের আবেদনও অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হবে। এর বাইরেও ক্যাম্পাস’র শুভাকাক্সক্ষী হিসেবে যে কোন ছাত্র-ছাত্রী বা যুবক-যুবতী এতে অংশগ্রহণের আবেদন করতে পারবেন।
ক্যাম্পাস সহযোগী সদস্য হিসেবে কাম্পাস’র কার্যক্রমের সাথে জড়িত হতে আগ্রহী ব্যক্তিকে প্রথমে সিএসডিসি’র নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে ফ্রি কম্পিউটার ট্রেনিংয়ের বা শিক্ষানবিশ কর্মসূচীতে অংশগ্রহণের সনদের কপি এবং ২ কপি পিপি ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত করতে হবে। এছাড়াও সদস্যভুক্তি ফি বাবদ এককালীন ৫০ টাকা ও বার্ষিক ১০ টাকা চাঁদা দিতে হবে।
ক্যাম্পাস সহযোগী সদস্য -এর সাধারণ সুযোগ-সুবিধা
১। ক্যাম্পাস আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার-সিম্পোজিয়া ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে।
২। রঙিন ছবিসহ পরিচয়-ব্যাজ দেয়া হবে।
৩। বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রজীবনেই কর্মজীবনের প্রশিক্ষণ, কর্ম-অভিজ্ঞতা অর্জন ও কর্ম অনুশীলনের সুযোগ পাওয়া যাবে, পাশাপাশি পকেটমানিও পাওয়া যাবে।
৪। কোন সহযোগী সদস্য তার পরিমাণগত ও গুণগত কাজের বিবেচনায় ক্যাম্পাস-এ স্থায়ী চাকরির জন্য বিবেচ্য হবেন। পরিচয়-ব্যাজ লাভের ছয় মাস পর চাকরির জন্য আবেদন করা যাবে।
৫। অংশগ্রহণকারীদেরকে সুপারিশপত্র দেয়া হবে, যা অন্যত্র চাকরিলাভের ক্ষেত্রে সহায়ক হবে। তবে সদস্যপদ লাভের অন্ততঃ ৬ মাস পর এরূপ সুপারিশপত্র প্রদেয় হবে।
ক্যাম্পাস সহযোগী সদস্য’র বিশেষ সুযোগ-সুবিধা
১। অনুষ্ঠানে কার্যকর অংশগ্রহণের জন্য ক্যাম্পাস সহযোগী সদস্যকে পকেটমানি দেয়া হবে। সাধারণ ক্ষেত্রে প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৫০ টাকা, বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ সদস্যকে ১০০ টাকা করে প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের ১৫০/২০০ টাকা করেও দেয়া যেতে পারে।
২। ক্যাম্পাস সহযোগী হিসেবে কাজের ক্ষেত্রে আন্তরিকতা ও দক্ষতার ভিত্তিতে এ, বি, সি গ্রেডে বিভক্ত করা হবে এবং ভিন্ন ভিন্ন গ্রেডের ব্যক্তির মূল্যায়ন এবং পকেটমানিও ভিন্ন হবে, যেমন সি গ্রেডধারী ব্যক্তি অনুষ্ঠানপ্রতি ৫০ টাকা, বি গ্রেডধারী ব্যক্তি ১০০ টাকা, এ গ্রেডধারী ব্যক্তি ১৫০ টাকা করে পাবেন। বিশেষ ক্ষেত্রে দক্ষতা বিবেচনায় এর বেশিও দেয়া যেতে পারে।
৩। ক্যাম্পাস’র বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে অফিস-আচরণ, নিয়মানুবর্তিতা ও ন্যায়নিষ্ঠা, নেতৃত্বের গুণাবলী অর্জন, দলভিত্তিক কার্যক্রম সম্পর্কে অবগত হওয়া, টিম স্পিরিট নিয়ে বিকশিত হওয়া ইত্যাকার বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে, যা কর্মজীবনে সাফল্যের জন্য অত্যাবশ্যক।
৪। নাচ, গান, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, অভিনয়, কবিতা আবৃত্তি বা অন্য যে কোন ক্ষেত্রে পারদর্শী ব্যক্তির
জন্য রয়েছে তার প্রতিভা বিকাশের সুযোগ, যা তাকে সমাজে পরিচিতি এনে দেবে।
৫। ক্যাম্পাস পরিচালিত ফ্রি কম্পিউটার ট্রেনিং, ফ্রি ইংলিশ কোর্স, যৌথ ধ্যান এ অংশগ্রহণের পাশাপাশি ক্যাম্পাস লাইব্রেরী ব্যবহারের সুযোগও রয়েছে।
৬। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্যাম্পাস পত্রিকার ফোরাম-সদস্য করতে পারলে নির্ধারিত ফি’র ১৫% কমিশন পাবেন এসোসিয়েট সদস্য। অনুরূপভাবে ক্যাম্পাস পত্রিকার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করলে নির্ধারিত হারের ২০% কমিশন পাওয়া যাবে।
৭। সদস্যদের পারফরমেন্সের ভিত্তিতে বেস্ট পারফর্মার নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এই পারফর্মার নির্বাচন প্রক্রিয়া প্রথম বছর ত্রৈমাসিক ভিত্তিতে এবং পরবর্তী বছর থেকে বাৎসরিকভাবে করা হবে।
৮। বেস্ট পারফর্মার নির্ধারিত পুরস্কারের পাশাপাশি পরবর্তী ১ বছরের জন্য নিজ আবাসিক ঠিকানায় ‘পাক্ষিক ক্যাম্পাস’ পত্রিকা নিয়মিত পেতে থাকবেন।
ক্যাম্পাস সহযোগী সদস্য-এর দায়িত্ব ও কর্তব্য
১। ক্যাম্পাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের নিমন্ত্রণ পেলে অথবা কোন দায়িত্ব অর্পিত হলে সেই অনুষ্ঠানের দিন অবশ্যই যথাসময়ে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময় উপস্থিত হতে না পারলে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতিতে তার ব্যর্থতার কারণে যেহেতু টিমের অন্য সদস্যদের কাজ ব্যাহত হবে, সেহেতু তার ক্ষেত্রে ঐদিনের পকেটমানি প্রদেয় হবে না।
২। যথাযথভাবে কর্ম সম্পাদন করে সমন্বয়কারীর অনুমতি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে।
৩। অনুষ্ঠানে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
৪। কোন অনুষ্ঠানে উপস্থিত হবার প্রতিশ্রুতি দিয়েও উপস্থিত হতে অপারগ হলে বা কোন কারণে অনুপস্থিত থাকতে চাইলে অবশ্যই আগে অবগত করতে হবে। তবে পরপর তিনটি প্রোগ্রামে আমন্ত্রিত হয়েও কোনটিতেই অংশগ্রহণে ব্যর্থ হলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে পুনরায় ঐ পদের জন্য আবেদন করতে হবে।
৫। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব সম্পর্কে সংশ্লিষ্ট সদস্যকে অবশ্যই পূর্বে অবগত করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা দেয়া হবে। দায়িত্বে অবহেলা ও কর্ম সম্পাদনে কোন প্রকার অনিয়ম গ্রহণযোগ্য নয়।
৬। প্রতিষ্ঠানের নিরাপত্তা ও কাজের গোপনীয়তা রক্ষায় সদা সচেষ্ট থাকতে হবে এবং এটিকে নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
৭। ঊর্ধ্বতনদের সাথে শ্রদ্ধাপূর্ণ এবং অধঃস্তনদের সাথে স্নেহসুলভ আচরণ করতে হবে।
৮। সহকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব প্রদর্শন করতে হবে, যা টিম স্পিরিট গড়ে তোলার পক্ষে সহায়ক।
৯। অনুষ্ঠান চলাকালীন অর্পিত দায়িত্ব সংক্রান্ত আলাপ-আলোচনা ছাড়া ব্যক্তিগত বা অপ্রাসঙ্গিক বিষয়ে আলাপ-আলোচনা নিষিদ্ধ।
১০। বিভিন্ন সময়ে ক্যাম্পাস’র প্রণীত নিয়মাবলী ও বিধিমালা নির্দ্বিধায় মেনে চলতে হবে।
১১। অত্র প্রতিষ্ঠানের নিয়মাবলী ভঙ্গ করলে তা অপরাধ বলে গণ্য হবে। সংগত কারণে এরূপ অপরাধের জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
১২। সদস্যদের প্রথম দিনের সম্মানী থেকে রঙিন পরিচয়-ব্যাজ প্রদান বাবদ ৫০ টাকা কর্তন করা হবে।