বিশেষ খবর



Upcoming Event

ডিজিটাল ডিভোর্স

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

বিয়ে মানেই দু’জনের চিরন্তন বন্ধনের একটি লিখিত চুক্তি। আগের কালে বিয়ের পর কেউ আলাদা হয়ে যাবে, এটা স্বপ্নেও ভাবত না। কিন্তু বর্তমান সময়ে বিয়ে মানেই যেন অদূর ভবিষ্যতে আলাদা হওয়ার একটি অলিখিত চুক্তি। দু’জনের মন না মিললে, যে কেউ আলাদা হতে চাইবেন- এটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াটার জন্য কম ঝক্কি-ঝামেলা পোহাতে হয় না। কোর্ট-কাছারিতে দৌড়াদৌড়ি করতেও অনেকের নাভিশ্বাস ওঠে। তবে এ ঝামেলা থেকে সহসাই রেহাই পাচ্ছেন ‘তালাক আক্রান্ত’ ব্যক্তিরা। এবার তাদের জন্য এসে গেছে ডিজিটাল ডিভোর্স ব্যবস্থা। পশ্চিমা দেশে যেহেতু তালাকের হার বেশি, তাই ব্রিটেনেই প্রথম এ পদ্ধতি চালু হতে যাচ্ছে। এই পদ্ধতিতে যদি কেউ মনে করে দাম্পত্য জীবন আর চালানো সম্ভব নয়, তিনি হাতের কাছে থাকা মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনের নির্দিষ্ট একটি ফরমে কিছু শর্ত পূরণ করে পোস্ট করে দিলেই হলো, ব্যাস। আদালতে দৌড়াদৌড়ি, উকিলের জেরা, স্বজনের চোখ রাঙানিসহ সবকিছু থেকেই দূরে সরিয়ে রাখবে ছোট্ট একটি মুঠোফোন।
ব্রিটেনের হাইকোর্টের ফ্যামিলি ডিভিশনের প্রেসিডেন্ট স্যার জেমস মুনবাই বলেছেন- বিয়ের পরিসমাপ্তির জন্য স্ত্রী, স্বামী বা বিচারকের কোনো প্রয়োজন হবে না; প্রয়োজন নেই আদালতে যাওয়ারও। এতে সময় ও অর্থ দুই বাঁচবে। অনলাইনে থাকা ফরমে কয়েকটি প্রশ্ন দেয়া হবে; এর সঠিক জবাব দিয়ে পোস্ট করলেই বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। পরে এই ফরম সংশ্লিষ্ট আদালত কর্তৃপক্ষ প্রিন্ট নিয়ে তাতে রাবার স্ট্যাম্প বসিয়ে দিলেই সবকিছু চূড়ান্ত।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img