এমন বেশ কয়েকজন বৃদ্ধের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা, গুণাগুণ বিচারে যাদের মস্তিষ্কের বয়স মাত্র ৫০ বছর। একেবারে বুড়িয়ে যাওয়া ওই সব ব্যক্তির মস্তিষ্কের এমন তরুণ অবস্থা বিজ্ঞানীদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। কারণ এর মধ্য দিয়ে বৃদ্ধদের অনেক মানসিক জটিলতার সমাধান খুঁজে পাওয়ার আশা করছেন তারা।
যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফেইনবার্গ স্কুল অব মেডিসিনের কগনিটিভ নিউরোলজি এন্ড আলঝেইমারস ডিজিজ সেন্টারের বিজ্ঞানীরা ২০০৭ সালে প্রথম কয়েকজন থুড়থুড়ে বুড়োর দেখা পান। ওই বয়সেও তাদের মস্তিষ্কের যেসব বৈশিষ্ট্য বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, তা একই বয়সী অন্য বৃদ্ধদের মধ্যে দেখা যায় না। বিজ্ঞানীদের ভাষায়, ওই সব বৃদ্ধের শরীরের বয়স অনেক বেশি হলেও তাদের মস্তিষ্কের বয়স যেন মাত্র ৫০ বছর। তাদের স্মৃতিশক্তিও অল্পবয়সী ব্যক্তিদের মতো। ওই সব বৃদ্ধের মস্তিষ্ক পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা বৃদ্ধদের ডিমেনশিয়াসহ নানা ধরনের মানসিক জটিলতার সমাধান খুঁজে পাবেন বলে আশা করছেন।