ক্যাম্পাস’র প্রোএকটিভ এটিচিউড সেমিনার আমার জীবনের মোড় ঘুরিয়েছে

মুনমুন গুপ্তা
ক্যাম্পাস’র স্টাফ-শিক্ষানবিশ

ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র (সিএসডিসি) আয়োজিত প্রোএকটিভ সেমিনারে বক্তব্য প্রদান করেন ড. আলমাসুর রহমান। এই সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘সফল ও জনপ্রিয় মানুষের প্রথম গুণ প্রোএকটিভ হওয়া। যুক্তি ও তথ্যের মাধ্যমে বিষয়টি সম্পর্কে ড. আলমাস এর বলিষ্ঠ উপস্থাপন সেমিনারে উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও আত্মউন্নয়নে সহায়তা করেছে। প্রোএকটিভ এটিচিউড এর অর্থ হলো উত্তেজিত ও আবেগতাড়িত না হয়ে যেকোনো ধরনের পরিস্থিতি অসীম ধৈর্যের সাথে মোকাবেলা করা। সকল সফল মানুষের মধ্যে ৭টি গুণ অবশ্যই থাকবে; সেগুলো হলোঃ-
৭। জ্ঞানের পরিধি বাড়াতে সচেষ্ট হওয়া।
৬। সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা।
৫। শুধু নিজেই কথা না বলে অন্যের কথাও শোনা।
৪। আমি জিতব, কিন্তু তুমি হারবে না এ ধরনের মনোভাব।
৩। কাজ করার ওপর গুরুত্ব দেয়া।
২। লক্ষ্যবস্তু নির্ধারণ।
১। প্রোএকটিভ এটিচিউড।
সফল ও জনপ্রিয় মানুষের প্রথম গুণই হলো প্রোএকটিভ হওয়া। তাই জীবনে সফল হতে হলে সকলকে রিএকটিভ এটিচিউড বাদ দিয়ে চিন্তা-চেতনায় ও কাজে প্রোএকটিভ ও পজিটিভ এটিচিউডের অধিকারী হতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চারপাশের ঘটনাগুলো আমাদের মনের মতো হয় না। সেক্ষেত্রে আমরা চরম উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু আমাদের বুঝতে হবে, এসব ঘটনা আমাদের নিয়ন্ত্রণ মেনে চলে না। রিএকটিভ এটিচিউড করলেও যখন সেসব ঘটনা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তখন ‘বললেও যা, না বললেও তা’ এ চিন্তা করে হাসিমুখে সেসব ঘটনার সাথে নিজেকে মানিয়ে চলতে হবে। রিএকটিভ এটিচিউড পরিবারে ও সমাজে অশান্তি বা বিরোধের সৃষ্টি করে। আমরা যদি সহনশীল হই, নিজেদের মধ্যে ভদ্রতা-নম্রতা ও ধৈর্যধারণ করি, রাগ না করে ভালোবাসা দিয়ে পৃথিবী জয়ের চেষ্টা করি, বিরক্তি প্রকাশ না করে হাসিমুখে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট হই, তবে অবশ্যই সাফল্য আসবে। আমাদের প্রোএকটিভ মনোভাব আমাদেরকে সফল হতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তা আমাদের সাফল্য এনে দিবে। কারণ মানুষ তা-ই, যা সে চিন্তা করে। সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটিতে রয়েছে অনেক গুণ। মাটি তার নিজের বুকে লুকিয়ে থাকা অমূল্য সম্পদ মানুষকে বিলিয়ে দেয়। আবার সকল ময়লা আবর্জনা নিজের বুকে আপন করে গ্রহণ করে। সাগরকে ধারণ করে; বুকের ভিতর লুকিয়ে রাখে অগ্নিগিরির আগুন। আমাদের তাই মাটির মতো সহিষ্ণু হতে হবে, ত্যাগের মানসিকতা থাকতে হবে। সব মানুষ যদি হয় মাটির মানুষ তবে-ই হবে সফল মানুষ, সুন্দর মানুষ।
সেমিনারের এসব বক্তব্য উপস্থিত সকলকে বদভ্যাস ত্যাগ করতে অনুপ্রাণিত করে। এই সেমিনার সকলের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে। মানুষের মধ্যে যে সুপ্ত বিবেক আছে, তাকে জাগিয়ে তোলে। আমার নিজের মধ্যে প্রোএকটিভ এটিচিউড তৈরি করার ইচ্ছা জাগ্রত হয়েছে এ সেমিনারে অংশগ্রহণের কারণে। ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র এর মহাসচিব এবং ক্যাম্পাস পত্রিকার সম্পাদক এম হেলাল স্যারকে ধন্যবাদ, এ ধরনের প্রোএকটিভ সেমিনার নিয়মিত আয়োজন করার জন্য। 
প্রথম প্রকাশঃ জুলাই ২০১১