সততা পুরস্কার ও সততা জাগরণী কার্যক্রম

সমাজের সৎ ও নিষ্ঠাবানদেরকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সততা ও ন্যায়ের জাগরণ এবং এর মাধ্যমে অসৎ ও দুর্নীতিগ্রস্তদের কোণঠাসা করে ন্যায়ভিত্তিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই এ কর্মসূচির লক্ষ্য। এ বিষয়ে প্রণীত হয়েছে সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য নীতিমালা। সৎ ব্যক্তিদের পুরস্কৃত করলে তারা যেমনি উৎসাহী হবেন, তেমনি অন্যরাও সৎ হতে অনুপ্রাণিত হবেন; সৎ ও ন্যায়-নিষ্ঠদের মাথা উঁচু করে দিলে অসৎরা লজ্জিত ও নিন্দিত হবে দুর্নীতি ও অসততারোধের এ ধারণা থেকেই ক্যাম্পাস চালু করেছে সততা পুরস্কার কর্মসূচি। এ কর্মসূচির অধীনে আপাতত বছরে দশজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে পুরস্কার প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। সৎ ব্যক্তিত্বদের মনোনীত করে সুপারিশ প্রেরণের জন্য সকল মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পৌঁছানো হয়েছে। ইতোমধ্যে বিচারপতি, ভিসি, নেতৃস্থানীয় ব্যাংকার ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বগণ পুরস্কার নির্বাচন কমিটিতে থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।