ক্যাম্পাস’র আইনগত অবস্থান, ব্যবস্থাপনা ও কর্মশক্তি

সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে রেজিস্ট্রিকৃত সংস্থা ক্যাম্পাস সোস্যাল ডেভেলপমেন্ট সেন্টার (CSDC); রেজিঃ নং ঢ-০৭৮৭৪। এটি শিক্ষা সহায়ক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃত, অর্থ মন্ত্রণালয়ের জাতীয় রাজস্ব বাজেটেও ক্যাম্পাস অন্তর্ভুক্ত দীর্ঘদিন থেকে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা প্রকাশনার শুরুতেই ১৯৮৪ সালে ঢাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা সরকারের কাছ থেকে ডিক্লারেশন প্রাপ্ত এবং সরকারের ডিএফপি কর্তৃক নিয়মিত নিরীক্ষিত। এটির জিপিও রেজিঃ নং ডিএ-৭৪২।
ক্যাম্পাস সমাজ উন্নয়ন কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকার
স্থায়ী কার্যালয়
৩৩ তোপখানা রোড (১৩ তলা), ঢাকা ১০০০।
টেলিফোনঃ ৯৫৫০০৫৫, ৯৫৬০২২৫, ৭১২৩৭০০
ফ্যাক্সঃ ৯৫৭৭৩০১
e-mail:info@campus.org.bd, campus2025@yahoo.com
Web: www.campus.org.bd
স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা
ব্যতিক্রমী এ সংস্থার নীতি-নির্ধারণ ও কর্মসূচি প্রণয়নে রয়েছে একটি সাধারণ পরিষদ। কর্মসূচির বাস্তবায়ন, তত্ত্বাবধান ও মনিটরিংয়ে রয়েছে প্রাজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এক্সিকিউটিভ কমিটি (ইসি), রিসার্চ সেল, ইন্সপেকশন এবং ইন্টারনাল ও এক্সটারনাল অডিট টিম। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্টাফদের উন্মুক্ত আলোচনা, মতামত-সুপারিশ ও সিদ্ধান্তের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। সর্বক্ষেত্রেই অনুসরণ করা হয় Consultative Management and Delegation of Authority System. প্রয়োজনীয় পরামর্শ দানের জন্য ক্যাম্পাস’র গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ এবং পৃষ্ঠপোষক পরিষদের সুযোগ রাখা হয়েছে।
দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মশক্তি
ক্যাম্পাস’র নানামুখী কর্মসূচি দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য রয়েছে বিভিন্ন কর্মসূচিভিত্তিক বিভাগ ও ব্যাংক একাউন্ট। নিরবচ্ছিন্ন ও নিয়মিতভাবে পত্রিকা প্রকাশনার জন্য ক্যাম্পাস’র রয়েছে পত্রিকা সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশনা বিভাগ; আছে তথ্যপ্রযুক্তি, গবেষণা, জনসংযোগ, অর্থ ও হিসাবসহ বিভিন্ন কর্মবিভাগ। রয়েছে স্বচ্ছ ও দক্ষ প্রশাসন, অভ্যন্তরীণ অডিট ও বহিঃ অডিট ব্যবস্থা। বিশেষ কর্মসূচিতে বিশেষত মাঠ পর্যায়ের কার্যক্রমে ক্যাম্পাস অস্থায়ী স্টাফ ও শিক্ষানবিশ নিয়োগ করে। ক্যাম্পাস’র স্টাফরা সুস্থ ও বিজ্ঞানমনস্ক জীবনধারা এবং যৌক্তিক ও গঠনমূলক আচরণে অভ্যস্ত। তারা দেশপ্রেম, সততা, ন্যায়নীতি এবং প্রোএকটিভ ও পজিটিভ এটিচিউডে দৃঢ়চিত্ত। ক্যাম্পাস’র এ অদম্য কর্মশক্তি দেশ ও সমাজ উন্নয়নে রাখবে উজ্জীবনী চেতনা।