দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার মান একেবারে নিম্ন পর্যায়ে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামসুল হক স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রকৃতপক্ষে ভালো আইনজীবীর দরকার। ভালো আইনজীবী হতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার। তিনি বলেন, এখন ভারতে বেস্ট স্টুন্ডেন্টরা ল-তে (আইন বিষয়ে) অ্যাডমিশন নেয়। আমেরিকা, জাপানেও তাই। আমাদের এখানে রিসেন্টলি ডেভেলপ করেছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে ভালো ছেলে-মেয়ে বের হচ্ছে। কিন্তু যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেগুলোর মান একেবারে নিম্ন পর্যায়ে।
প্রধান বিচারপতি বলেন, ভারতের ইউনিভার্সিটিগুলোর ‘ল’ সিলেবাস করে দেয় বার কাউন্সিল। আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ইচ্ছেমতো সিলেবাস প্রণয়ন করে। কোনো স্ট্যান্ডার্ড মেনটেইন করে না। আমাদের ইনকাম ট্যাক্স একটা বড় সাবজেক্ট। এগুলোর ম্যাক্সিমাম মামলা হচ্ছে। এগুলো পড়ানো হচ্ছে না। ইন্ডিয়াতে করপোরেট ল, ইনকাম ট্যাক্স ল আলাদা পড়ানো হচ্ছে।