দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভেতরেই দুর্নীতি রয়ে গেছে। গত আড়াই মাসে দেখেছি, অনুসন্ধান-তদন্ত যে সময়ে করার কথা, সে সময়ে করা হয় না। সত্য বলতেই হবে। সত্য না বলার পেছনে কিছু নেই।
ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশনের হাজার হাজার মামলা ‘ডিপ ফ্রিজে’ পড়ে আছে। অথচ কথা ছিল দুদক কর্মকর্তারা ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করবেন। আমি একটি মামলাও দেখিনি ৩০ দিনে অনুসন্ধান শেষ হয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয়, ১০ বছর আগের নথিও আমার কাছে আসে।
তিনি বলেন, কেন এসব নথি পড়ে রয়েছে তার ৮৭৩টি ব্যাখ্যা দিতে দুদক’র কর্মকর্তাদের বলা হয়েছে। আমরা ব্যবস্থা নেয়া শুরু করেছি।