বিশেষ খবর



Upcoming Event

মেধার স্বীকৃতি দেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব -ঢাবি ভিসি

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

ঢাবি ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার চর্চা, লালন ও স্বীকৃতি দেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। একই সাথে তাঁদেরকে শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করাও আমাদের দায়িত্ব ও কর্তব্য।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কৃতী শিক্ষার্থী এবং শিক্ষকদের অ্যাওয়ার্ড প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ভিসি শিক্ষার্থীদের বলেন, বঙ্গবন্ধু ও ৩০ লক্ষ শহীদের ইতিহাস মনে রেখে দেশে ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।
বিভিন্ন শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত ২টি বিভাগের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে এবং অসাধারণ গবেষণার জন্য ৪ জন শিক্ষককে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিনস্ এ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছাত্রী এবং ৩ জন ছাত্র এই এ্যাওয়ার্ড লাভ করেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img