চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, গবেষণা প্রবন্ধ প্রকাশের মাধ্যমে গবেষকরা নিজেদের কর্মপ্রয়াস সকলের সামনে তুলে ধরতে পারেন। বিশ্বমানের গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য নিজেদেরকে সব সময় অগ্রসর চিন্তা- চেতনায় থাকতে হবে। গবেষকদের উন্নতমানের গবেষণা প্রবন্ধ প্রকাশের কলা- কৌশলগুলো জানতে হবে। এটি একটি নিরন্তর চলমান প্রক্রিয়া।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ এন্ড প্লেগিয়ারিজম ইন পাবলিকেশন’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।