খুলনা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই, ক্যাম্পাসকে যেকোনো মূল্যে এসব কর্মকা- থেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা হবে, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় রাষ্ট্র ও সরকারের গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ। খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষক সমিতির উদ্যোগে ‘গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দেশব্যাপী ধর্মান্ধ, মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতা বন্ধের দাবিতে’ অবস্থান কর্মসূচি চলাকালে এসব কথা বলা হয়।
ভিসি ফায়েকউজ্জামান বলেন, বাংলাদেশে আগে এ ধরনের ঘটনা ঘটেনি। একদিনে এ অবস্থা সৃষ্টি হয়নি। এর কারণ বিশ্লেষণ করতে হবে। অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। এ সময় সমিতির সদস্যবৃন্দসহ সাধারণ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।