বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ২৮ জুলাই গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে ক্যাম্পাস থেকে বের করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ র্যালি।
গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একজন মুক্তিযোদ্ধার সন্ধানেঃ ব্যক্তিগত অভিজ্ঞতা শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আবুল কাসেম ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী এবং সঞ্চালন করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান অধ্যাপক আতাউর রহমান খান।