সাবেক জ্যেষ্ঠ সচিব আশরাফুল মকবুলকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
তিন বছরের জন্য তাকে রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় এই বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
আশরাফুল মকবুল জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ খোয়া যাওয়ার প্রেক্ষাপটে গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর গত ১৬ মার্চ সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে গভর্নর নিয়োগ দেয় সরকার।
এরপর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী ব্যাংকটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণসহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।