দেশের নতুন প্রজন্মের অন্যতম ব্যাংক এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব লাভ করেছেন মোঃ মেহমুদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মেহমুদ হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ৩২ বছরের দীর্ঘ পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।