বিশেষ খবর



Upcoming Event

পরিবর্তনের হাতিয়ার হচ্ছে শিক্ষা -ঢাবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জঙ্গিবাদ দমনে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে সচেতনতা সৃষ্টির জন্য জঙ্গিবাদ প্রতিরোধে চলচ্চিত্র একটি শক্তিশালী হাতিয়ার।
সম্প্রতি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘৬ষ্ঠ চলচ্চিত্র কর্মশালা ২০১৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শবোধ, মানবতাবোধের সঠিক মাত্রায় শিক্ষা দিতে পারিনি। এজন্য সহজে তাদের প্ররোচিত করা যায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি নিশ্চিত তোমরা যারা এখানে বসে আছ তোমাদের দিনের পর দিন প্ররোচনা দিলেও তোমাদের পরিবর্তন করা সম্ভব হবে না। নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে উপাচার্য বলেন, পরিবর্তনের হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে আমাদের কাজে লাগাতে হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img