জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অন ক্যাম্পাস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় পরীক্ষার হল পরিদর্শন কালে উপস্থিত পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। এই যুগে প্রতিটি দেশেরই উন্নয়নের মূল মন্ত্র হলো তথ্য-প্রযুক্তির সঠিক প্রয়োগ করে একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং সে দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে চাহিদা ভিত্তিক পেশাগত শিক্ষার মাধ্যমে।
অন ক্যাম্পাস ডিপ্লোমা প্রোগ্রামের জন্য এবারই প্রথম ভর্তি বিজ্ঞপ্তির বিপরীতে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় উপাচার্যসহ বিশ^বিদ্যালয়ের প্রশাসন সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু, ভর্তি কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোবাশে^রা খানম, প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন ইলিয়াস, প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন ও ড. মোহাম্মদ আওলাদ হোসেন প্রমুখ।