রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য পদে অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। ইতিপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজে শিক্ষকতা করেছেন। দেশে-বিদেশে অর্থনীতি বিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে ড. ইসলামের অসংখ্য প্রকাশনা রয়েছে। তিনি ১৯৮৯ সনে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।