বিশেষ খবর



Upcoming Event

ওআইসি মহাসচিবের আইইউটি পরিদর্শন

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়
img

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফররত ওআইসি’র মহাসচিব ও আইইউটি’র আচার্য মান্যবর ইয়াদ আমিন মাদানী সম্প্রতি ওআইসি (অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করেন। তিনি আইইউটি’র উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ উর্ধ্বতন কর্মকর্তদের সাথে বৈঠক কালে আইইউটি’র সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশসহ এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি’র সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আইইউটি’তে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মতপ্রকাশ করেন। উল্লেখ্য, এইবারেই প্রথমবারের মতো আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) স্নাতক পর্যায়ে ওআইসি’র সকল সদস্য দেশ হতে আইইউটি’তে ছাত্রী ভর্তি করা হবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img