বিশেষ খবর



Upcoming Event

জবি ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শিক্ষক-কর্মচারী বরখাস্ত

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘ডি’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার দায়ে এক শিক্ষক ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া অভিযোগ তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান ও একই বিভাগের কর্মচারী মোঃ এমদাদুল হককে বিশ্ববিদ্যালয় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে অভিযোগ তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (আইন) অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস কমিটিকে সাচিবিক সহযোগিতা করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডি বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান বলেন, আমার দায়িত্ব ছিল রুম-ওয়াইজ প্রশ্ন সাজিয়ে দেয়া, আমি তাই করছিলাম। প্রশ্ন সাজানোর পর আমি দুপুরের খাবার খেতে অন্য রুমে যাই। এরপর খেয়ে এসে শুনি একটি প্যাকেটে প্রশ্ন ১টি কম ছিল।
তিনি বলেন, আমার হাতে ১৫ দিন সময় আছে আশা করি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img