বিশেষ খবর



Upcoming Event

নর্দান ইউনিভার্সিটি মুটকোর্ট টিম শ্রেষ্ঠ গবেষণাকারী দল

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

যুদ্ধাপরাধ বিচারের আইন বিষয়ক শিরোনামে কানাডিয়ান ইউনিভার্সিটি ও এসেনসিয়ালের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ‘জাতীয় হেনরি ডুন্যাল্ট মেমোরিয়াল মুটকোর্ট-২০১৬ ’ ২০-২২ অক্টোবর, ৩দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশের মোট ২৩টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এই প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিম ‘বেস্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দল এর পুরস্কার অর্জন করেন। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিমের প্রতিনিধিত্ব করে মোঃ সায়েম খান, মৌসুমী আক্তার ও মোস্তাফিজুর রহমান। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষক মোঃ তাজুল ইসলাম সোহাগ।
প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কৌর্ট আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দীন খান, অস্ট্রেলিয়া ম্যাককুয়ের বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ সিদ্দিক সহ আরও অনেকে ।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img