তথ্য-প্রযুুক্তি
বিষয়ক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ক্রিয়েটিভ আইটি
লিমিটেডের মধ্যে ৮ মার্চ একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা
বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান এবং
ক্রিয়েটিভ আইটি লিমিটেডের চেয়ারম্যান মনির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চারুকলা
অনুষদে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, চারুকলা অনুষদের ডিন
অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, বিডি জবস্-এর সিইও ফাহিম
মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এই
সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক ডিজাইন বিভাগের ২৫জন
শিক্ষার্থী প্রতি বছর ক্রিয়েটিভ আইটি লিমিটেড-এ ইন্টার্ণশিপ করার সুযোগ
পাবে। এছাড়া, দু’ প্রতিষ্ঠান যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালা ও একাডেমিক সভার
আয়োজন করবে।