শিক্ষাক্ষেত্রে প্রশংসনীয় অবদান ও জাতীয় অর্জনের স্বীকৃতিস্বরূপ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামী তিন বছরের জন্য কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) বোর্ড অব গর্ভনর’স-এ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি নির্বাচিত করেছে।
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড পাঠানো অফিসিয়াল পত্রে মন্ত্রীকে তা অবহিত করা হয়েছে।
১০ সদস্যবিশিষ্ট সিওএল বোর্ডের মেয়াদ তিন বছর। কানাডার ভ্যাংকুভারে প্রতি বছর জুন মাসে এ বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ থেকে চারজন এবং সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী ছয়টি দেশ থেকে ছয়জন নিয়ে সিওএল বোর্ড গঠিত। বর্তমান সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী দেশগুলো হলো- কানাডা, ভারত, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, দাক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য। শিক্ষামন্ত্রী নাহিদ বর্তমানে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত নয়টি দেশের ই-৯ ফোরামের চেয়ারপারসন এবং ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।