ঢাকা বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমাদের সংস্কৃতিমনা মানুষগুলো কখনো জঙ্গিবাদের সাথে যুক্ত হতে পারে না।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ’ কর্তৃক আয়োজিত নবীন সদস্য বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অভিনেতা ফেরদৌস আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভিসি বলেন, সারা বিশ্বে যেভাবে জঙ্গি কার্যক্রম চলছে তা কখনো হতো না যদি ঐ মানুষগুলো তাদের স্ব স্ব সংস্কৃতির চর্চা করত। সকলের উচিত স্ব স্ব সংস্কৃতির চর্চা করা। ঢাবি’র সাংস্কৃতিক সংসদ বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, শুধু টেক্সট বই পড়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। একাডেমিক শিক্ষার পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত করে বিভিন্ন স্থানে নেতৃত্ব দেয়ার গুণাবলি অর্জন করতে পারবে।