বিশেষ খবর



Upcoming Event

নর্থ সাউথ ভার্সিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিশিষ্ট শিল্পপতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এবং নর্থ সাউথ ফাউন্ডেশনের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। নর্থ সাউথ ফাউন্ডেশন দেশের প্রথম ও প্রধান বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করে। ইতিপূর্বে মোহাম্মদ শাহজাহান ২০০৩-২০০৪ মেয়াদে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ২০১১-২০১২ মেয়াদে নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শাহ্ ফতেহ্ উল্লাহ টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ শাহজাহান একজন সিআইপি (কমারশিয়াল ইম্পরট্যান্ট পারসন)। তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি এবং বাংলাদেশে মালদোভা প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উন্নয়নমূলক বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img