বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিজএবিলিটি ম্যানেজমেন্ট ও রিহাবিলিটিশন প্রোগ্রামের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন সম্প্রতি ঢাকা আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রো-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টশন প্রোগ্রামের ৪১ জন শিক্ষার্থীর এদেশে প্রথম চালু হওয়া মাস্টার্স লেভেলের এ পেশাগত প্রোগ্রামে স্বাগত জানান। তিনি এ প্রোগ্রামের সকলকে দক্ষতার সঙ্গে ব্যবহারিক ও প্রায়োগিক শিক্ষা নিয়ে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান।
স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. সরকার মোঃ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, প্রফেসর ড. কে এম রেজানুর রহমান, যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ক্রীড়া বিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর ও চেয়ারম্যান ড. এম ডি জাফিরুল ইসলাম, ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. সুদর্শন ভৌমিক ও ডা. ফিরোজ কবীর সিনিয়র ফিজিওথেরাপিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাসেম শিকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে ডিজএবিলিটি ম্যানেজম্যান ও রিহাবিলিটিশন প্রোগ্রামের ৪১ জন শিক্ষার্থী যাদের অধিকাংশই ফিজিও থেরাপিস্ট ও চিকিৎসক উপস্থিত ছিলেন। ব্লেন্ডেড এডুকেশন পদ্ধতিতে ৭২ ক্রেডিটের ২ বছর মেয়াদি ৪ সেমিষ্টারের এ শিক্ষা প্রোগ্রামে তাত্ত্বিক, ব্যবহারিক, মাঠ পর্যায়ে গবেষণা ও থিসিস পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।