মোঃ সিরাজুল ইসলাম ভরসা যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২৭ এপ্রিল ব্যাংকের ২৬৭তম বোর্ড সভায় সর্ব সম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
১৯৫৮ সালে রংপুরে জন্ম নেয়া সিরাজুল ইসলাম স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ করিম উদ্দিন ভরসার জ্যেষ্ঠ পুত্র। গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর সিরাজুল ইসলাম ভরসা তার ব্যবসায়িক জীবন শুরু করেন।
তিনি করিম ইমপেক্স লিমিটেড, আমাজান টেক্সটাইল নিট ফ্যাশন লিমিটেড এবং এসভি ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি আর কে মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও আর কে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর।
এছাড়াও তিনি এসভি টোব্যাকো কোং, মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ, সিরাজ কেমিক্যাল কোং এবং এসএইচ ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী। তিনি ২৯ এপ্রিল ২০০৭ থেকে ২৬ এপ্রিল ২০০৮ পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি লিয়াজোঁ কমিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) একজন সদস্য।