আপনি আপনার জীবনবৃত্তান্ত অথবা জব এজেন্ট তৈরি করে বিডিজবস.কম এ কিন্তু এখনো অপেক্ষা করছেন সঠিক প্রতিক্রিয়ার জন্য ? এখানে কিছু টিপস দেওয়া হলো যার মাধ্যমে আপনার অপেক্ষার সময় কমে আসবে এবং আপনার জীবনবৃত্তান্তটি চাকরিদাতাদের দেখার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন পরিচ্ছন্ন এবং প্রাসঙ্গিক জীবনবৃত্তান্তই পারে আপনার কাঙ্ক্ষিত চাকরির সন্ধান দিতে।
আপনার জীবনবৃত্তান্তটি পুরোপুরিভাবে উপস্থাপন করুন
অনেক চাকরিপ্রার্থীই শুধুমাত্র তাদের মৌলিক বিবরণ যেমন কাজের ক্ষেত্র, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে থাকে। আপনি যদি আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, পূর্বতন কাজের অভিজ্ঞতা (প্রাক্তন চাকরিদাতার নাম, দ্বায়িত্বের ধরণ), অর্জন, দক্ষতা সমূহের পাশাপাশি মৌলিক বিবরণ যেমন কাজের ক্ষেত্র, অভিজ্ঞতার বছর, বর্তমান কাজের ক্ষেত্র, পছন্দের কাজের ক্ষেত্র, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে আপনার পূর্ণ জীবনবৃত্তান্ত তৈরি করেন তাহলে একজন চাকরিদাতা কর্তৃক আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকার সম্ভাবনা বেড়ে যাবে।
আপনার জীবনবৃত্তান্তটি ঘন ঘন আপডেট করুন
আপনার জীবনবৃত্তান্তটি কমপক্ষে মাসে একবার আপডেট করুন। নতুন কোনো তথ্য যা আপনার জীবনবৃত্তান্তকে আকর্ষণীয় করে তুলবে সেসব অন্তর্ভূক্ত করুন। যদি কোন নতুন তথ্য নাও থাকে সেক্ষেত্রেও আপনার সম্ভাব্য চাকরিদাতাদের কথা মাথায় রেখে জীবনবৃত্তান্তের বিভিন্ন দিক আপডেট করুন। মনে রাখবেন, চাকরিদাতা দেখতে চায় একটি জীবনবৃত্তান্ত শেষ কবে আপডেট করা হয়েছে এবং তারা সে অনুযায়ী সর্বশেষ আপডেট করা চাকরিপ্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাক দিয়ে থাকে।
কার্যকরীভাবে কীওয়ার্ড ব্যবহার করুন
কীওয়ার্ড হচ্ছে একটি জীবনবৃত্তান্তকে ডেটাবেস থেকে খুঁজে বের করার অন্যতম মাধ্যম। কীওয়ার্ডগুলো এমনভাবে ব্যবহার করা উচিত যা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে এবং নিয়োগদাতা আপনাকে খুঁজে বের করতে পারে। কিছু উদাহরণ দেখানো হল নিচেঃ একজন বিক্রয়কর্মী ব্যবহার করতে পারেঃ Sales, Concept Selling, Institutional Sales, Retail Sales, Services, Key Account Management, Distribution, Business Development ইত্যাদি। একজন সফটওয়্যার প্রোগ্রামার ব্যবহার করতে পারেঃ C, C++, Java, Perl, VC++, VB, COBOL, WML, XML, HTML, DHTML, Activex, ASP, COM/DCOM, CGI, Perl, Web Servers, Lotus Domino Unix, Linux, HP/UX, Solaris,Windows NT, Windows 95, Windows 98, IBM ইত্যাদি। উপরের কীওয়ার্ডগুলো গুলো হচ্ছে উদাহরণ তাই আপনি চাইলে যেকোনো কিওয়ার্ড ব্যবহার করতে পারেন আপনার কাজের ক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে।