কর্মক্ষেত্রে সবাই কমবেশি ‘অফিস পলিটিকসে’ জড়িয়ে পড়ে। যার ফলে কাজের চেয়ে অকাজেই সময় নষ্ট হয়। এ লেখায় থাকছে ১০টি করণীয় বিষয়, যা মেনে চললে কর্মক্ষেত্র হয়ে উঠবে সাফল্যম-িত।
১. আপনি যদি নিজের উদ্দেশ্যের প্রতি সৎ ও নিষ্ঠাবান হন তাহলে নিজের দিকে আঙুল তুলতেও দ্বিধা করবেন না।
২. কেউ ভুল করার অর্থ এটা নয় যে আপনিও তার সঙ্গে পাল্লা দিয়ে ভুল করবেন। নিজের কাজটি ঠিকভাবেই করতে হবে।
৩. আপনার আশপাশের ব্যক্তিরা যদি বুঝতে না পারে যে আপনি কী করছেন, তাহলে তারা ধরে নেবে আপনি কিছু করছেন না।
৪. অন্যদের প্রতি সম্মান ও মানবিকতাবোধ তাদের সঙ্গে আপনার সম্পর্ক অনেক দূর এগিয়ে নেবে।
৫. জীবনে আপনার সফল না হওয়ার পেছনে অন্যের দোষ না থাকলে বিষয়টি নিয়ে তাদের বিরক্ত করার কোনো মানে হয় না।
৬. সফলভাবে সম্পন্ন কাজেও সামান্য ত্রুটির জন্য সম্পূর্ণ কাজটি ভ-ুল হয়ে যেতে পারে।
৭. কোনো প্রশ্ন করার কারণ কিংবা উদ্দেশ্য না জেনে সেই প্রশ্নের উত্তর দিতে যাবেন না।
৮. আপনার নিজের মূল্য যদি নিজেই না জানেন তাহলে অন্যরা তা জানবে এমন আশা করবেন না।
৯. শুধু প্রয়োজনীয় বিষয়ে সংক্ষিপ্ত মিটিং এবং আরো কম ব্যক্তিগত কথাবার্তাই মনের মতো সহকর্মী পাওয়ার উপায়।
১০. আপনি কী বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে কথা বলছেন আর আপনার কী বলা উচিত।