বিশেষ খবর



Upcoming Event

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে ডিজিটাল লাইব্রেরি বিষয়ক প্রশিক্ষণ

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দশ দিন করে দুই দফায় ডিজিটাল লাইব্রেরি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শেষ করেছে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে সনদ প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। প্রথম দফা প্রশিক্ষণ চলে ১১ থেকে ২৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফা চলে ২৩ মার্চ থেকে ৬ এপ্রিল। দেশের ২৩টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ৪১ জন কর্মকর্তা এই কোর্সে অংশগ্রহণ করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কোর্স প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। প্রশিক্ষণ শেষে কার্যকর ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক বিশেষ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img