বিশেষ খবর



Upcoming Event

ফুলের টানে কারাগারে

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ
img

ফুল দেখতে বাগান, বন বা পার্কে যায় মানুষ। কিন্তু চীনের একটি জেলখানায় এত সুন্দর চেরি ফুল ফুটেছে যে সেই ফুল দেখতে কারাগারে ভিড় করছে হাজার হাজার মানুষ। এমনকি কেউ কেউ কারাগারের দেয়াল টপকে ভেতরেও ঢুকে পড়ার চেষ্টা করছে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুইলিন শহরের জেলখানায় কর্মকর্তাদের বাড়ির সামনে কয়েকটি গাছে এসব ফুল ফুটেছে।
দর্শনার্থীদের ভিড় দেখে কর্তৃপক্ষ লোকজনকে জেলখানার ভেতরে ঢুকতেও দিচ্ছে। কারারক্ষীরা বলছেন, আগের বছরগুলোতেও এমন ফুল ফুটেছে। কিন্তু এরকম হাজার হাজার মানুষ কখনও জেলখানার দিকে ছুটে যায়নি। আর এ কারণে কর্তৃপক্ষ কারাবন্দিদের দেখতে আসা দর্শকের সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। লোকজনকে নিরুৎসাহিত করতে জেলখানার প্রবেশমুখে একটি লেখা ঝুলিয়ে দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে, এই কারাগার কোনো দর্শনীয় স্থান নয়। কিন্তু তাতেও খুব একটা কাজ হচ্ছে না। লোকজন দেয়াল টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ সেই ছবিও তুলছে। কেউ কেউ পুলিশকে বুঝিয়ে-সুঝিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। বলছে, প্রয়োজনে তারা টিকিট কিনে ঢুকতেও রাজি।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img