বিশেষ খবর



Upcoming Event

সাংবাদিক ফরিদার সাফল্য নারীসমাজের জন্য গৌরবের -আ স ম আবদুর রব

ক্যাম্পাস ডেস্ক সংবাদ
img

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খানসহ নির্বাচিতদের প্রাণঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে রব বলেন, ‘৬৬ বছরের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির শীর্ষ তথা সভাপতি পদে প্রতিযোগিতামূলক নির্বাচনে প্রথম একজন নারী অর্থাৎ ফরিদা ইয়াসমিন বিজয় লাভ করায় সমগ্র নারী সমাজের জন্য গৌরবের। তাঁর এই বিজয় সমাজের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এবং ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করবে। প্রেস ক্লাবের নির্বাচন প্রমাণ করে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলেই তাতে ভোটারদের অভিপ্রায়ের যথার্থ বহিঃপ্রকাশ ঘটে। আশা করছি, প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য তাদের নৈতিক কর্তব্য পালন করবে।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img