ভারতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় আইআইটি’র সাথে শিক্ষা, বৃত্তি ও গবেষণা বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আইআইটি’র পক্ষে ড. খেরে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে ডেপুটি ডাইরেক্টর কাজী তাইফ সাদাত সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন।
আইআইটিতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন বিইউ এর সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবালসহ আইআইটি এর শীর্ষকর্মকর্তারা।
প্রসঙ্গত, দীর্ঘ আলোচনা ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে এ চুক্তির ফলে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও শিক্ষকরা এডিবি, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাসংস্থার সহযোগিতায় আইআইটিতে যে সকল গবেষণা কর্ম পরিচালিত হচ্ছে তাতে যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন।