বিশেষ খবর



Upcoming Event

আইআইটি’র সাথে বিইউ এর শিক্ষা চুক্তি

ক্যাম্পাস ডেস্ক বেসরকারি বিশ্ববিদ্যালয়

ভারতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় আইআইটি’র সাথে শিক্ষা, বৃত্তি ও গবেষণা বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  আইআইটি’র পক্ষে ড. খেরে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে ডেপুটি ডাইরেক্টর কাজী তাইফ সাদাত সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন।
আইআইটিতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষরের সময় আরও উপস্থিত ছিলেন বিইউ এর সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবালসহ আইআইটি এর শীর্ষকর্মকর্তারা।
প্রসঙ্গত, দীর্ঘ আলোচনা ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে এ চুক্তির ফলে বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ও শিক্ষকরা এডিবি, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতাসংস্থার সহযোগিতায় আইআইটিতে  যে সকল গবেষণা কর্ম পরিচালিত হচ্ছে তাতে  যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img