বিশেষ খবর



Upcoming Event

১২০ বছর পর্যন্ত বাঁচতে পারে মানুষ!

ক্যাম্পাস ডেস্ক ব্যতিক্রমী সংবাদ

করোনা মহামারির তান্ডব সত্তে¡ও আয়ু বাড়ানোর একটি গবেষণায় সাফল্য দাবি করেছেন ইসরাইলের বিজ্ঞানীরা। গবেষণাগারে বিশেষ একটি প্রোটিনের সাহায্যে ইঁদুরের আয়ু ২৩ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তারা। এখন এই গবেষকরা বলছেন, একই পদ্ধতি ব্যবহার করে মানুষের আয়ুও বাড়ানো সম্ভব হবে। সেক্ষেত্রে মানুষ ১২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। খবর টাইমস অব ইসরাইল, রাশিয়া টু ডের। ২৫০টি ইঁদুরের শরীরে এসআইআরটি৬ প্রোটিন বাড়িয়ে দেন বিজ্ঞানীরা। এরপর বিস্ময়কর ফলাফল পান তারা। বিজ্ঞানীরা জানান, এর ফলে ওই ইঁদুরগুলোর আয়ু ২৩ শতাংশ বেড়ে যায়। এর পাশাপাশি সেগুলো আরও তারুণ্যদীপ্ত এবং সাধারণ ইঁদুরের তুলনায় অধিক ক্যান্সার প্রতিরোধী হয়ে উঠেছে।

ইসরাইলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই গবেষণা চালিয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক হেইম কোহেন। প্রদত্ত এই প্রোটিন বার্ধক্য নিয়ন্ত্রণ করে। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রোটিন কমতে থাকে।

ন্যাচার কমিউনিকেশন্স জার্নালে স¤প্রতি এই গবেষণা প্রকাশিত হয়েছে।

অধ্যাপক হেইম বলেন, ইঁদুরের মধ্যে আমরা যে পরিবর্তন লক্ষ্য করেছি তা মানুষের মধ্যেও হয়তো আনা সম্ভব হবে। আর যদি এটা করা যায় তাহলে তা খুবই উত্তেজনাকর হবে। ২০১৯ সালে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার আগে জাতিসংঘের হিসাব মতে, মানুষের গড় আয়ু ছিল ৭২.৬ বছর। সেটিকে বাড়িয়ে ১২০ বছর পর্যন্ত করা যাবে বলে জানিয়েছেন এই গবেষক দল।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img