খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটরিয়ামে ৪ মে সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমরা তথ্য-প্রযুক্তি জগতে প্রবেশ করার সাথে সাথে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। হ্যাকিংসহ নানা ধরনের অপকৌশল ব্যবহারে ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রের নিরাপত্তাও হুমকিতে পড়তে পারে। তবে তথ্য-প্রযুক্তির এ বিশ্বে প্রযুক্তির ইতিবাচক দিকগুলো যাতে আমরা ব্যবহার করি এবং নেতিবাচক দিক পরিহার করি সে বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। সাইবার নিরাপত্তা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে সরকার যে আইন প্রণয়ন করেছে তা খুবই সময়োপযোগী। এ আইন প্রয়োগের পাশাপাশি মূল্যবোধকে শানিত করে নিরাপত্তা ঝুঁকি হ্রাস সম্ভব। তিনি আমাদের দেশের তরুণ সমাজকে সাইবার আইন সম্পর্কে অবহিতকরণ এবং প্রযুক্তির কল্যাণকর দিক ব্যবহারে উদ্বুদ্ধ করার ওপর জোরদেন।
ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোঃ সাদিকুল আমিন, স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) কাজী হুমায়ুন কবীর।