বাংলাদেশ সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা রাজধানীর কমলাপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মহিউদ্দিন আহমেদ (মহি) বাংলাদেশ সমবায় ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চৌধুরী মোঃ আফজাল হোসেন নিছার এবং ব্যবস্থাপনা কমিটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ কে এম হাবিবুর রহমান চান, ডাঃ আজম খান নোমান, মোঃ ছাবের আলী, মোস্তফা সেলিম বেঙ্গল, এ এম এম সাহাবুদ্দীন ও সালমা বিনতে ইসাম।