খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বিইসিএম সমিতির আয়োজনে অনুষ্ঠানটি ১৩ মে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিইসিএম সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোঃ সৈয়দ আলী মোল্লা, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ছাত্র কল্যাণ এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ সোবহান মিয়া। অনুষ্ঠানে বিইসিএম বিভাগের শিক্ষকদের মধ্য থেকে বক্তৃতা করেন হামিদুল ইসলাম এবং মোঃ ইকরামুল হক প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিইসিএম বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।