বিশেষ খবর



Upcoming Event

চুয়েটে EEE Day 2015

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়
img

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ১৯ মে বর্ণিল আয়োজনে ‘ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) ডে -২০১৫’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চুয়েট’র ইইই  বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালা আনন্দ র‌্যালির মাধ্যমে সূচনা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সেমিনার, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, ওয়ার্কশপ, সার্কিট চ্যালেঞ্জ, সাইবার আ্যাথলেটিক্স, প্রজেক্ট শো, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি।
চুয়েট’র কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে ছিলেন Huawei Technologies BD Ltd. -এর ফিল্ড অপারেশন ম্যানেজার প্রকৌশলী সুমন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ কামরুজ্জামান। কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইইই ডে-২০১৫ এর আহ্বায়ক ও উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ইইই বিভাগ থেকে পাস করা প্রকৌশলীদের হাতেই আগামী দিনে গড়ে উঠবে দেশের হাজার হাজার মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্প। মিলিয়ন ডলারের নানা প্রকল্প বাস্তবায়িত হবে তাদের হাতে। তাই সমৃদ্ধ দেশ গড়তে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।  
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রকৌশল ও প্রযুক্তি দিনদিন পরিবর্তিত হচ্ছে। এর সাথে তাল মিলিয়ে নবীন প্রকৌশলীদের এগিয়ে যেতে হবে। চুয়েট’র কারিকুলামে অগ্রসরমান প্রযুক্তিতে সম্পৃক্ত করার সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।  


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img