স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্টামফোর্ড ডিবেট ফোরাম (এসডিএফ)-এর প্রতিষ্ঠাবার্ষিকী ৬ মে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য রুমানা হক রীতা এবং ফারাহনাজ ফিরোজ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ আল মামুন। এছাড়া এসডিএফ’র প্রেসিডেন্ট আমিমুল হাসানসহ প্রাক্তন সদস্যবৃন্দ এবং শুভাকাক্সক্ষীরা বক্তব্য প্রদান করেন।