বিশেষ খবর



Upcoming Event

দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই -খুবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প হেকেপ’র উদ্যোগে ১৯ মে অফিস ব্যবস্থাপনা শীর্ষক তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, প্রশাসনকে গতিশীল করতে হলে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। কেবল প্রশিক্ষণ প্রদান বা গ্রহণ করলেই হবে না বাস্তবে এর কোনো গুণগত পরিবর্তন হলো কী না তা দেখার জন্য মূল্যায়নও প্রয়োজন।
তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক এমনকি বিসিএস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং বা প্রাথমিকভাবে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনও এমন সুযোগ গড়ে ওঠেনি। তবে সম্প্রতি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যান্সুরেন্স সেল (আইকিউএসি) গঠনের পর এ সুযোগ সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান ও হেকেপ প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ডেপুটি সাব-প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img