চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ৯নং অনুচ্ছেদ অনুযায়ী উক্ত কমিটি গঠন করা হয়। প্রতিরোধ কমিটি শুধু মাত্র যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে কার্যক্রম পরিচালনা করবেন।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ। অন্যরা হলেন- চট্টগ্রাম জর্জ কোর্টের এপিপি এ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, বিসিএসআইআর এর সাবেক পরিচালক ড. জরিপা বেগম, সিভাসুর এ্যাসিস্ট্যান্ট প্রক্টর মিসেস জাকিয়া সুলতানা জুথি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের এ্যাসিস্ট্যান্ট প্রভোষ্ট মিসেস মেহেরুন্নেসা চৌধুরী সুমি। বিজ্ঞপ্তিতে ছাত্রীদের কাছে ক্যাম্পাসকে নিরাপদ এবং সুখ স্মৃতিময় করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সিভাসুর কোন ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অথবা নিরাপত্তা কর্মীদের দ্বারা যৌন নিপীড়নের স্বীকার হলে অথবা সম্ভাবনা সৃষ্টি হলে নিঃসংকোচে কমিটিকে অবহিত করার অনুরোধ জানানো হয়।