খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, আমাদের সম্পদ সীমিত তাই সম্পদের ব্যবহারে আমাদেরকে আরো যত্নবান হতে হবে। জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশ বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। অবশ্যম্ভাবী এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সকলকে প্রস্তুত হতে হবে।
তিনি ৮ জুন কুয়েট’র ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম), পুরকৌশল বিভাগ ও ইউআরপি বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ উপলক্ষে অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ সব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে র্যালী শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।