বিশেষ খবর



Upcoming Event

প্রযুক্তির ব্যবহার যতো বাড়বে, সমাজে দুর্নীতি ততো কমবে

-খুবি উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

প্রযুক্তির বদৌলতে বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। দেশকে উপরের দিকে নিয়ে যেতে হলে, উন্নত করতে হলে যুব সমাজই তার চালিকা শক্তি। প্রযুক্তির কল্যাণে অনেক সেবাই আজ সহজ হয়ে গেছে। প্রকৃতপক্ষে প্রযুক্তির ব্যবহার যতো বাড়বে দুর্নীতি ততো কমবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের অডিটরিয়ামে ৭ জুন জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন কর্মসূচির আওতায় প্রথম বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।  তিনি বলেন, ভূমি ব্যবস্থাকে বিশেষ করে ভূমি অফিসকে ডিজিটাইলাইজড করা গেলে দুর্নীতি অর্ধেক কমে যাবে। 


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img