বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে ৮ জুন সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক এবং উপাচার্য অধ্যাপক মোঃ আবু সালেহ।
বিইউবিটি’র পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্যায়ে নানামুখী সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা ইউজিসি চেয়ারম্যানকে বিইউবিটি’র শিক্ষা কার্যক্রম ও অন্যান্য দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এবং তাঁকে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানান। অধ্যাপক আব্দুল মান্নান ইউজিসি’র বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সঠিকভাবে আচরণ করলে ইউজিসি’র দায়িত্ব অর্ধেক লাঘব হয়ে যায়। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানকে ঢালাওভাবে একই মূল্যায়ন করা উচিত নয় বলে ঐকমত্য প্রকাশ করেন।