বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ৪র্থ জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব-২০১৫ তে ‘প্রজেক্ট শো-কেসিং’ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ সি.এস.ই বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রকল্প। ‘অনলাইন এক্সাম ম্যানেজমেন্ট উইথ লাইভ রেজাল্ট’ প্রকল্পটির আইডিয়া এক্সিকিউশন এবং প্রেজেন্টেশনে মুগ্ধ হয়ে বিচারকগণ প্রকল্পটিকে এই বিভাগের সেরা হিসেবে নির্বাচিত করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী এবং ট্রেজারার মোর্শেদা চৌধুরী এর পক্ষ থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।
প্রকল্পটিতে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন, মনেরা আক্তার, নবী হোসেন ও পরশ মন্ডল। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করেছেন সি.এস.ই বিভাগের শিক্ষক আফজাল হোসাইন। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অন্যান্য অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়; বুয়েট; মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি; আই.ইউ.বি; ব্র্যাক ইউনিভার্সিটি; আহসানুল্লাহ্ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; এ.আই.ইউ.বি; খুলনা ইউনিভার্সিটি অব সাইয়েন্স এন্ড টেকনোলজি ইত্যাদি। প্রতিযোগীতায় ‘প্রজেক্ট শো-কেসিং’ বিভাগে প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে পি.ইউ.এস.টি এবং আই.ইউ.টি।