প্রাইম ইউনিভার্সিটিতে ১ জুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. এম আব্দুস সোবহান। অধ্যাপক সোবহান একই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।