বিশেষ খবর



Upcoming Event

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

ক্যাম্পাস ডেস্ক প্রতিবেদন
img

প্রতিষ্ঠার ১৫তম বর্ষে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছিল অন্য এক আলো যেন শিক্ষার আলো সে আলোয় আলোকিত হয়ে মেতেছিল বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর বর্ণিল কর্মসূচির মধ্য দিয়ে জুলাই পালিত হলো দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ১৫তম জন্ম দিন প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটিতে উৎসবে -আড্ডায় মেতে উঠেছিল ক্যাম্পাসের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই রঙে রঙে দিনটি রঙিন হয়ে উঠেছিল তাদের কাছে বর্তমানে দেশের আধুনিক শিক্ষানগরী বরিশাল বিভাগীয় শহর থেকে ২৮ কিঃ মিঃ দক্ষিণে এবং পটুয়াখালী জেলা শহর থেকে ১৫ কিঃ মিঃ উত্তরে সাগর কন্যা কুয়াকাটা-বরিশাল মহাসড়কের কি: মি: পূর্বে আধুনিক  কৃষি বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, প্রকৌশল এবং প্রযুক্তি বিভাগে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্য নিয়ে ২০০০ সালের জুলাই শুরু হয় দেশের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং বরিশাল বিভাগের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা দেখতে দেখতে পার হয়েছে এই সবুজ ক্যাম্পাসের ১৪টি বছর দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ছিল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন আয়োজন নতুন-পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর তারা আড্ডা দিয়ে, গল্প করে, হুলস্থুলে মেতে কাটান এদিন একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধি করে জাতীয় উন্নতি সাধন এবং মানবিক সমাজ ডিজিটাল রাষ্ট্র গড়ার শপথ নেন বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই ১০টায় একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত প্রফেসর জেহাদ পারভেজ পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করা হয় পরে বিশ্ববিদ্যলয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমগ্র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা উক্ত শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দুমকি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত, প্রফেসর জেহাদ পারভেজ, প্রফেসর ফজলুল হক, সহকারী অধ্যাপক আফ্জাল হোসাইন, কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (টমাস) প্রমুখ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাহফুজুর রহমান সবুজ, সেকশন অফিসার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স (ছাত্র বিষয়ক উপদেষ্টা বিভাগ) মোঃ জাহিদুল ইসলাম (প্রক্টর অফিস)সহ আরো অনেকে  বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের শিক্ষা ব্যবস্থা বিস্তারের লক্ষ্যে ২০০০ সালের জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতেই পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img