বিশেষ খবর



Upcoming Event

প্রেসিডেন্সি ভার্সিটি শেখ হাসিনাকে ডি-লিট দেবে

ক্যাম্পাস ডেস্ক শিক্ষা সংবাদ

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবর্তনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয় তাকে ‘ডি.লিট’ (ডক্টরেট অব লিটারেচার) ডিগ্রি দেবে। অনুষ্ঠানে তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবর্তনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
৬ জুলাই দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যদি কোনো কারণে শেখ হাসিনা সমাবর্তনে উপস্থিত হতে না পারেন, তাহলে ডিগ্রি তার ঢাকা অফিসেও হস্তান্তর করা হতে পারে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরুদ্ধ লোহিয়া জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে এ-সংক্রান্ত কোনো জবাব পাওয়া যায়নি। তবে তা ইতিবাচক হবে বলে তারা আশা করছেন। গত জুনে ঢাকা সফরে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার অফিস থেকে বলা হয়েছে, তারা শেখ হাসিনার সফরের বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাননি। ২০১২ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি দিয়েছিল। এর আগে পশ্চিমবঙ্গের বিশ্বভারতী এবং অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়েছিল।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img