শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর।
৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে সমাবর্তনের এ দিনক্ষণ নির্ধারিত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ সনের ৪৬ নং আইনের ধারা ৯ এর সংশোধনে ২ ধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ ১৬ নভেম্বর বিকেল ৩.০০ টায় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এদিকে সমাবর্তন ঘিরে শেকৃবি ক্যাম্পাসে এখন সাজসাজ রব চলছে। প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম সমাবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে তাই প্রবল উত্তেজনা।
উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করা হচ্ছে।
২০০১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সমাবর্তন আয়োজনের চেষ্টা করা হলেও তা রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনের উদাসীনতায় ভেস্তে যায়।