হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে Genetic analysis of yield and yield contributing traits in pumpkin শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়।
সেমিনারে গবেষণাপত্র তুলে ধরেন পিএইচডি গবেষক জি এম মহসীন। গবেষণাকর্মে সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং কো-সুপারভাইজার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক ড. মোঃ আব্দুর রাজ্জাক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।