বিশেষ খবর



Upcoming Event

সিভাসু শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভারতে সম্পন্ন

ক্যাম্পাস ডেস্ক সরকারি বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের ভারতে সম্পন্ন ইন্টার্নশিপ কর্মসূচির ফিডব্যাক অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১৫তম ব্যাচের ৬৮ জন শিক্ষার্থী তামিলনাডু ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে দেড় মাসের ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করে। এ উপলক্ষে ‘ফিডব্যাক প্রোগ্রাম অন ভেটেরিনারি ইন্টার্নশিপ অ্যাক্টিভিটিস পারফরমড বাই সিভিএএসইউ এন্ড টিসিএসভিএম ইউএসএ স্টুডেন্টস ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সোমেন দেওয়ান। বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আহসানুল হক, চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রহমান, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বহিরাঙ্গন কার্যক্রমের সাবেক পরিচালক এবং মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে আসা তিনজন শিক্ষার্থীও অংশ নেয়। ছাত্র-ছাত্রীদের গাইড হিসেবে ভারতের ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইমরান হোসেন ও সহকারী অধ্যাপক ডাঃ আনোয়ার পারভেজ। ভারতে দীর্ঘ দেড় মাসের ইন্টার্নশিপ কর্মসূচির ওপর একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমরান হোসেন, ইন্টার্ন ছাত্র ফখরুল ইসলাম।


বিশ্ববিদ্যালয় কম্পাস পত্রিকার সংখ্যা সমূহ

আরো সংবাদ

শিশু ক্যাম্পাস

বিশেষ সংখ্যা

img img img